সাধারণ জ্ঞান For Basic

১.প্রশ্ন: বাংলা নববর্ষ কে প্রথম চালু করেন?
উত্তর: সম্রাট আকবর
২.প্রশ্ন: বাংলা নববর্ষ ইংরেজী কত সালে প্রথম শুরু হয়?
উত্তর: ১১ এপ্রিল ১৫৫৬ সালে।
৩. প্রশ্ন : মহাস্থানগড় জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : বগুড়া।
৪. প্রশ্ন : জয়নুল আর্ট গ্যালারি কোথায় অবস্থিত?
উত্তর : ময়মনসিংহ।
৫. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র প্রাণী জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : মিরপুর, ঢাকা।
৬. প্রশ্ন : দুর্ভিক্ষের উপর ‘ম্যাডোনা ৪৩’ ছবিটি কে একেঁছেন?
উত্তর : শিল্পাচার্য জয়নুল আবেদীন।
৭. প্রশ্ন : প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি কে একেঁছেন?
উত্তর : কামরুল হাসান।
৮. প্রশ্ন : বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতজ্ঞ কে ছিলেন?
উত্তর : ওস্তাদ আয়াত আলী খান।
৯. প্রশ্ন : বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী কে ছিলেন?
উত্তর : বুলবুল চৌধুরী।
১০. প্রশ্ন : বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতি শিল্পী কে ছিলেন?
উত্তর : আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম।
১১. প্রশ্ন : বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর কে?
উত্তর : জুয়েল আইচ।
১২. প্রশ্ন : বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে?
উত্তর : শামীম সিকদার।
১৩. প্রশ্ন : বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে?
উত্তর : অলক রায়।
১৪. প্রশ্ন : বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট কে?
উত্তর : রফিকুন্নবী (রনবী)।
১৫. প্রশ্ন : বাংলাদেশের সুরসম্রাট কাকে বলা হয়?
উত্তর : ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
১৬. প্রশ্ন : বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ০৩ ডিসেম্বর ১৯৫৫।
১৭. প্রশ্ন : পূর্বে বাংলা একাডেমির নাম কী ছিল?
উত্তর : বর্ধমান হাউজ।
১৮. প্রশ্ন : বাংলাদেশ শিল্পকলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৪।
১৯. প্রশ্ন : শিশু একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৭ সাল।
২০. প্রশ্ন : বাংলা ভাষার আদি নিদর্শন কী?
উত্তর : চর্যাপদ।
২১. প্রশ্ন : মুক্তিযুদ্ধ জাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ২২ মার্চ ১৯৯৬।
২২. প্রশ্ন : বিজ্ঞান জাদুঘরটি কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকার আগারগাঁওয়ে।
১। 'সূর্য কন্যা' বলা হয় কোন সমুদ্র সৈকতকে? উঃ কুয়াকাটাকে।
২। 'পৃথিবীর ফুসফুস' বলা হয় কাকে? উঃ আমাজনকে।
৩। 'কম্পিউটারের পূর্বপুরুষ' বলা হয় কাকে? উঃ আবাকাস নামক গণনাকারী যন্ত্রকে।
৪। পাহাড়ী কন্যা বলা হয় কোন জেলাকে? উঃ বান্দরবনকে।
৫। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? উঃ পঞ্চগড়কে।
৬। বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে? উঃ কক্সবাজার।
৭। কোন জাতীয় গাছ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? উঃ বাঁশ জাতীয় গাছ ।
৮। বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি বন আছে? উঃ চট্টগ্রামে।
৯। সবচেয়ে বেশি পাহাড় পর্বত আছে কোন দেশে? উঃ নেপাল।
১০। পৃথিবীর কোন নদীর পানি সবচেয়ে বেশি স্বচ্ছ? উঃ লবক নদী।

* বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা কোনটি?
# থানচি।
* আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম থানা কোনটি?
# শ্যামনগর ।
* পৃথিবীর বৃহত্তম জীবন্ত ব-দ্বীপ কোনটি?
# বাংলাদেশ ।
* বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় কোনটি?
# গারো_পাহাড় ।
* লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
# কুমিল্লা।
* বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
# তাজিওডাং_ (বিজয়) উচ্চতা 1231 মিটার।
* বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ-
# কেওক্রাডাং । উচ্চতা 1230 মিটার।
* দুবলার চর কোথায় অবস্হিত?
# নোয়াখালী ।
* কোন জেলায় চর মানিক ও চর জব্বার অবস্হিত?
# ভোলা জেলার।
* বিশ্ব জনসংখ্যা দিবস?
# ১_জুলাই ।
* বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী?
# হাড়িয়াভাঙ্গা।
* সবচেয়ে বড় বিভাগ কোনটি?
# চট্টগ্রাম ।
* সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
# সিলেট।
* অায়তনে বড় জেলা কোনটি?
# রাঙামাটি ।
* অায়তনে ছোট জেলা কোনটি?
# Narayanganj
* জনসংখ্যায় বড় জেলা কোনটি?
# ঢাকা ।
* জনসংখ্যায় ছোট জেলা কোনটি?
# বান্দরবন ।
* আয়তনে বড় থানা কোনটি?
# শ্যামনগর (সাতক্ষীরা)
* জনসংখ্যায় বড় থানা কোনটি?
# বেগমগঞ্জ (নোয়াখালী)।
* জনসংখ্যায় ছোট থানা কোনটি?
# রাজস্থলী (রাঙামাটি)।
* বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম থানা (আয়তনে) কোনটি?
# ওয়ারী থানার। (Update: Wikipedia: লালবাগ: ঢাকা বিভাগের ঢাকা জেলার একটি থানা। ২০১১ সালের আদমশুমারী অনুসারে এর ২.২ কি.মি. এলাকায় রয়েছে ৩৬৯,৯৩৩ জন। & ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকার ৪২তম থানা হিসেবে ওয়ারী থানার কার্যক্রম শুরু হয়। ওয়ারী বিভাগের সূত্রাপুর থানাকে ভেঙ্গে ১ দশমিক ৮০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গড়ে উঠেছে নতুন থানা ওয়ারী।)

১। প্রকৃতির রানী- খাগড়াছড়ি
২। পাহাড়ি কন্যা- বান্দরবান
৩। নদীমাতৃক দেশ- বাংলাদেশ
৪। ভাটির দেশ- বাংলাদেশ
৫। সোনালী আঁশের দেশ- বাংলাদেশ
৬। মসজিদের শহর- ঢাকা
৭। রিক্সার নগরী- ঢাকা
৮। ৩৬০ আউলিয়ার দেশ- সিলেট
৯। বারো আউলিয়ার দেশ- চট্রগ্রাম
১০। বাণিজ্যক রাজধানী- চট্টগ্রাম
১১। বাংলাদেশের প্রবেশ দ্বার- চট্টগাম বন্দর
১২। উত্তরবঙ্গের প্রবেশদ্বার- বগুড়া
১৩। পশ্চিমাবাহিনীর নদী- ডাকাতিয়া বিল
১৪। বাংলার শস্যভাণ্ডার- বরিশাল
১৫। বাংলার ভেনিস- বরিশাল
১৬। হিমালয়ের কন্যা- পঞ্চগড়
১৭। সাগর কন্যা- কুয়াকাটা, পটুয়াখালী
১৮। সাগর দ্বীপ- ভোলা
১৯। কুমিল্লার দুঃখ- গোমতী
২০। পর্যটন রাজধানী- কক্সবাজার
২১। প্রাচ্যের ডান্ডি- নারায়ণগঞ্জ
২২। বাংলাদেশের কুয়েত বলা হয়- খুলানা (চিংড়ি চাষের জন্য)
২৩। চট্টগ্রামের দুঃখ- চাকতাই খাল
01. বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র (দ্বিতীয় জাপান)
02. বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ?
উত্তর : ড.জামালউদ্দিন (বাংলাদেশ)
03. ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ?
উত্তর : রংপুর।
04. বাংলাদেশ রাইফেসলস (BDR)-এর পরিববর্তিত নাম কি?
উত্তর : “বর্ডার গার্ড বাংলাদেশ” (BGB)
05. বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?
উত্তর : ২৩ জানুয়ারী,২০১১।
06. কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ?
উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
07. সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি ?
উত্তর : এমভি জাহান মনি।
08. দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র কোথায় অবস্হিত ?
উত্তর : স্বন্দ্বীপ,চট্টগ্রাম।
09. সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ (গাছ) ঘোষনা করা হয় ?
উত্তর : আম।
10. জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর : বাংলাদেশ।
11. দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক কোনটি ?
উত্তর : মহামায়া লেক (মিরসরাই.চট্টগ্রাম) বৃহত্তম লেক হলো কাম্তাই লেক।
12. বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ?
উত্তর : ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
13. বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর : ভাটিয়ারি,চট্টগ্রাম।
14. বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর : পতেঙ্গা,চট্টগ্রাম।
15. বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর : যশোর।
16. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ?
উত্তর : কিংদাও হাইওয়ান সেতু,চীন (৪২.৫৮ কি.মি.)
17. বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ কে তৈরী করেন।
উত্তর : শিল্পী মহসেন ফুলাদি (ইরান)
18. ২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি হিসাবে কার কন্ঠে স্বরযন্ত্র স্হাপন করা হয় ?
উত্তর : ব্রেন্ডা জেনসন (USA) (১ম- টিমোথি হিয়েডলার )
19. ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর : কাজাখস্তান (২য় কানাডা)
20. বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি ?
উত্তর : হারমনি এক্সপ্রেস (চীন)
21. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি ?
উত্তর : তিহান-১
22. বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি ?
উত্তর : রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।
23. সামাজিক যোগাযোগ সাইট “টুইটার” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : বিজ স্টোন।
24. “উইকিলিকস” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : জুলিয়ান অ্যাসাঞ্জ (অস্ট্রেলিয়া)
25. বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিস্কারক কে ?
উত্তর : ড.শুভ রায় (বাংলাদেশ)
26. বিশ্বের সর্বোচ্চ ভবন “দা প্রিন্সেস টাওয়ার” কোথায় অবস্থিত ?
উত্তর : দুবাই (সংযুক্ত আরব আমিরাত)
27. জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম শহর কোনটি ?
উত্তর : কায়রো,মিশর।
28. ২০১০সালে বিশ্বের শীর্ষ মোটর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ?
উত্তর : টয়োটা (জাপান)
29. ১মার্চ ২০১১ সার্কের দশম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে ?
উত্তর : ফাতিহা দইয়ানা সাঈদ (মালদ্বীপ)
30. বিমসটেকের স্হায়ী সচিবালায় বা সদর দপ্তর কোফায় হচ্ছে ?
উত্তর : ঢাকা,বাংলাদেশ
31. ২০১১ সালে কোন ব্যক্তি ইসলাম ধর্মে বিশেষ অবদানের জন্য বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন ?
উত্তর : আবদুল্লাহ আহমাদ বাদাবী (মালয়েশিয়া)
32. ইসরাইলের চালকবিহীন জঙ্গি বিমানের নাম কি ?
উত্তর : "ইটান" এর অর্থ “শক্তিশালী”।
33. বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেলের নাম কি ?
উত্তর : গোথার্ড বেস টানেল (সুইজারল্যান্ড এবং ইতালি )
1. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? উঃ 17
2. পূর্বাশা দ্বীপের অপর নাম কি? উঃ দক্ষিণ তালপট্টি
3. মুজিবনগর কোন জেলায় অবস্থিত? উঃ মেহেরপুর
4. সেন্টমার্টিন কোন জেলায় অবস্থিত? উঃ কক্সবাজার
5. বাংলাদেশের সার্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন কারী বিষয়ঃ তৈরী পোষাক
6. শালবন বিহার কোথায় অবস্থিত? উঃ কুমিল্লার ময়নামতি
7. সাবাস বাংলাদেশ ভাষ্কর্য কোথায়? উঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়
8. এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয়? উঃ শেরে বাংলা স্টেডিয়াম
9. বাংলাদেশের জাতীয় দিবস কবে? উঃ ২৬ মার্চ
10. শ্রীলংকার মুদ্রার নাম কি? উঃ রূপী
11. সার্ক এর সদস্য দেশ কয়টি? উঃ ৮
12. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? উঃ প্রশান্ত
13. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? উঃ বৈকাল
14. ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপ হবে কোথায়? উঃ ব্রাজিল
15. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়? উঃ ময়মনসিংহে
16. বাংলাদেশের যে ছবি কলকাতা ফ্লিম ফেষ্টিভাল পুরষ্কার পায়ঃ গেরিলা
17. বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন? উঃ 11 জন
১/ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি? → মেসোপটেমীয় সভ্যতা
২/ বুড়িমারী স্থল বন্দর কোন উপজেলায় অবস্থিত? → পাটগ্রাম
৩/ ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? → ইউনেস্কো( ১৯৯৯ সালের ১৭ নভেম্বর) 
৪/ গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? → চাঁপাইনবাবগঞ্জ
৫/ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস? → ১০ জানুয়ারি ১৯৭২
৬/ FAO এর সদর দপ্তর? → রোম
৭/ ডায়েট কোন দেশের পার্লামেন্ট? → জাপান
৮/ মালয়েশিয়ার মুদ্রার নাম? → রিংগিত
৯/ স্বাধীন বাংলাদেশর প্রথম সরকার গঠিত হয় কবে? → ১০ এপ্রিল ১৯৭১
১০/ মহামান্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ কততম রাষ্ট্রপতি? → ২০তম
১১/ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? → ১৯৫৫ সালে
১২/ 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত? → রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
১৩/ নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? → ১৯৯৩ সালে
১৪/ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? → হামিদুর রহমান
১৫/ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? → ৫ জুন
১৬/ ১১তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল কোনটি? → অস্ট্রেলিয়া
১৭/ বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? → ২০৩ সেঃমিঃ
১৮/ কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রয় তরল থাকে? → পারদ
১৯/ কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? → ভিটামিন সি
২০/ এপিকালচার বলতে কি বোঝায়? → মৌমাছি চাষ
২১/ বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? → ৪টি
২২/ কোনো দেশোর ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি প্রয়োজন? → ২৫ ভাগ
২৩/ সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস থাকে? → নাইট্রোজেন
২৪/ ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? → সিসমোগ্রাফ
২৫/ আমিষ বেশি আছে কোনটিতে? → মসুর ডাল
ফিফার প্রথম নারী মহাসচিব ফাতমা সামোরা
***প্রথম নারী হিসেবে ফিফা মহাসচিব পদে নিয়োগ পেলেন সেনেগালের ফাতমা সাম্বা দিওফ সামৌরা।
*** ২১ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ফাতমা সাম্বা।
***১৯৯৫ সালে জাতিসংঘে যোগ দেয়ার পর এখন পর্যন্ত ছয়টি ভিন্ন ভিন্ন দেশে কাজ করেছেন তিনি।
***ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
***ফিফার সদস্য সংখ্যা হলো ২১১
***জিব্রাল্টার এবং কসোভো এ দুটি নতুন দেশকে নিয়ে এখন ফিফার সদস্য সংখ্যা হলো ২১১।
***ফিফার ২১১তম সদস্য হিসেবে গ্রহণ করা হয় জিব্রাল্টারকে।
***ফিফার ২১০তম সদস্য হয় কসোভো।
ম্যান বুকার পুরস্কার ২০১৬
**ম্যান বুকার পুরস্কার ২০১৬ পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাঙ
**দ্য ভেজেটেরিয়ান’ উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন
**মানুষের নির্মমতা প্রত্যাখ্যান করতে চাওয়া এক নারী যিনি মাংস খাওয়া ছেড়ে দিয়ে নিরামিষাশী হয়ে ওঠেন তাকে কেন্দ্র করে উপন্যাসটি লেখা হয়েছে।
**এটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন ডেবোরাহ স্মিথ
**২০১৫ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরির লেখক ল্যাসলু ক্রাসনাহোরকাই।
অনান্যঃ
**ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন ভারতের শশাঙ্ক মনোহর।
**মরক্কোর আল কারাওইন বিশ্ববিদ্যালয় (University of Al Quaraouiyine) বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়
***৮৫৯ খ্রিস্টাব্দে ফাতিমা আল-ফিহরি এটি প্রতিষ্ঠা করেন।
***বিশ্বের সবচেয়ে দূষিত শহর ইরানের জাবল

No comments:

Post a Comment