৪ নিয়ে যত কথা একত্রে মনে রাখুন

  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে/জাতীয় প্রতীকে- ৪টি তারকা আছে
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস -৪ নভেম্বর
  • জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান- ৪র্থ
  • বাংলাদেশ সংবিধানের মূলনীতি -৪টি (ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র)
  • রাষ্ট্র গঠিত হয় -৪টি উপাদান নিয়ে (জনসমষ্টি, সরকার, নির্দিষ্টি ভূখন্ড ও সার্বভৌমত্ব)
  • বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা -৪টি (বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট)
  • বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য -৪.৮ কি.মি.
  • ময়মনসিংহ বিভাগে জপলা আছে- ৪টি (জামালপুর,শেরপুর,ময়মনসিংহ ও নেত্রকোনা)
  • সিলেট বিভাগে জেলা আছে- ৪টি (সিলেট,মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ)
  • মানুষের দেহে শতকরা খনিজ লবণ থাকে -৪ ভাগ রক্তের গ্রপ- ৪টি ( A, B, AB এবং O )
  • মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় পুরস্কার দেয়- ৪টি (বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক)
  • বীর প্রতীক সেতারা বেগম মুক্তিযুদ্ধে- ৪ নং সেক্টরে ছিলেন (সিলেট)
  • দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- ৪ টি
  • দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে- ৪ টি
  • বাংলাদেশে কৃষি শুমারী হয়েছে -৪ বার (১৯৭৭,১৯৮৬,১৯৯৭,২০০৮)
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল – ৪ বছর
  • যুক্তফ্রন্টে (১৯৫৪) রাজনেতিক দলের সংখ্যা -৪টি (আওয়ামীলীগ, কৃষকশ্রমিক পার্টি,নেজাম এ ইসলাম ও বামপন্থী গণতন্ত্রী)
  • উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের – ৪ চরণ বাজানো হয়
  • কোন দেশের সংবাদপত্রকে বলা হয়- ৪র্থ রাষ্ট্র
  • প্রধান আসমানী কিতাবের সংখ্যা ৪টি (তাওরাত, যাবুর, ইঞ্জিল ও কুরআন)
  • আরব ইসরাইল যুদ্ধ এ পর্যন্ত হয় – ৪ বার (১৯৪৮,১৯৫৬,১৯৬৭,১৯৭৩)
  • মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস -৪ জুলাই
  • বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় - ৪ বছর পরপর

No comments:

Post a Comment