Keep + verb + ing + ext

Keep + verb + ing + ext
____________________
🌑 যেতে থাক ---keep going
🌓 খেতে থাক ---keep eating
🌔 পড়তে থাক ---keep reading
🌕 লিখতে থাক---keep writing
🌑 শিখতে থাক ---keep learning
🌓 করতে থাকো - keep doing
🌔 কাজ করতে থাক - keep working
🌕 কথা বলতে থাকো - keep talking
🌑 খুজঁতে থাকো - keep finding
🌓 সাহায্য করতে থাকো - keep helping
🌔 খেলতে থাক - keep playing
🌕 বলতে থাকো - keep saying
🌑 দৌড়াতে থাকো - keep running
🌓 তৈরী করতে থাকো - keep making
🌔 মারতে থাক---keep killing
🌕 আসতে থাক---keep coming
🌑 চেষ্টা করতে থাক--keep trying
🌓 অপেক্ষা করতে থাক---keep waiting
🌔 বুঝতে থাক---keep understanding
🌕 হাসতে থাক---keep laughing
🌑 ভালবাসতে থাক---keep loving
🌓 সমাধান করতে থাক---keep solving
🌔 আবেদন করতে থাক---keep applying
🌕 নিয়োগ করতে থাক---keep appointing
🌑 যোগ করতে থাক---keep adding
🌓 গ্রহণ করতে থাক---keep accepting
🌔 গোছাতে থাক ---keep arranging
🌕 উত্তর দিতে থাক---keep answering
🌑 জিজ্ঞেস করতে থাক ---keep asking
🌓 তর্ক করতে থাক ---keep arguing
🌔 বরাদ্দ করতে থাক ---keep allotting
🌕 অর্জন করতে থাক ---keep acquiring
🌑 কামড়াতে থাক ---keep biting
🌓 প্রহার করতে থাক ---keep beating
🌔 পোড়াতে থাক---keep burning
🌕 বিশ্বাস করতে থাক ---keep believing
🌑 দর কষাকষি করতে থাক ---keep bargaining
🌓 গোসল করতে থাক ---keep bathing
🌔 রোদ পোহাতে থাক ---keep basking
🌕 ধার করতে থাক ---keep borrowing
🌑 সম্প্রচার করতে থাক ---keep broadcasting
🌓 সিদ্ধ করতে থাক ---keep boiling

Have দিয়ে বাক্য তৈরি ✪ কোথায় ছিলে- Where have you been?

Have দিয়ে বাক্য তৈরি
✪ কোথায় ছিলে- Where have you been?
✪ আপনার নাম জানতে পারি- May I have your name?
✪ তোমার দিনটি সুন্দর হোক- Have a nice day.
✪ আপনার ভ্রমণ সুন্দর হোক- Have a nice trip.
✪ আমার বলার কিছু নেই- I have no words.
✪ অনুগ্রহ করে বসুন- Please have a seat.
✪ এক কাপ কফি খান, প্লিজ- Have a cup of coffee, Please.
✪ আমার ক্ষুধা নেই- I have a poor appetite.
✪ আর একটু নিন- Have a little more.
✪ আপনার কোনো প্রশ্ন আছে- Do you have any question?
✪ আমার প্রচুর সময় আছে- I have plenty of time.
✪ আমি সমস্যায় আছি- I’m having trouble.
✪ আমার একটি ল্যাপটপ আছে- I have a laptop.

#try_yourself

বোম মারলেও শতকরা হিসাব নিকাশ থেকে অংক আসবেই,→ যে কোন শতকরা হিসাব নিকাশ করে ফেলুন মাত্র এক সেকেন্ডে!!!

বোম মারলেও শতকরা হিসাব নিকাশ
থেকে অংক আসবেই,→ যে কোন শতকরা হিসাব নিকাশ করে ফেলুন মাত্র এক সেকেন্ডে!!!
,
১. সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০
২. সময় = (১০০ x সুদ) / আসল x সুদের হার)
৩. সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়)
৪. আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার)
উদাহরণ দেখুন-
১। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ১২০০
টাকায় ৪ বছরের সুদ কত?
সমাধান, সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০
=(৬X১২০০X৪)/১০০ টাকা
=২৮৮ টাকা
২। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত
বছরে ১২০০ টাকায় সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধান, সময় = (১০০ x সুদ) / (আসল x সুদের
হার)
=(১০০X২৮৮)/(১২০০X৬) বছর
=২৮৮০০/৭২০০ বছর
=৪ বছর
৩। শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকায়
৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধান, সুদের হার = (১০০x সুদ) / (আসল x
সময়)
=(১০০X২৮৮)/(১২০০X৪) টাকা
=২৮৮০০/৪৮০০ টাকা
=৬ টাকা
৪। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত
টাকায় ৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধান, আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের
হার)
=(১০০X২৮৮)/(৪X৬) টাকা
=২৮৮০০/২৪ টাকা
=১২০০ টাকা
৫। মাত্র কয়েক সেকেন্ডে উত্তর বের করেন
নিচের মত শতকরা অংকের-
ক) ২০% এর ৫০? = ১০ (২ *৫ = ১০)
খ) ১২৫ এর ২০% কত? = ২৫ (১২.৫*২=২৫)
গ) ১১৫২৫ এর ২৩% কত? = ২৬৫০.৭৫
(১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫
→ অংকের কিছু ট্রিক্স জানলে MCQ এর সময়
বসে মাথা চুলকাইতে হয় না।

মাত্র 6 টি Mode Paragraph শিখে 300 Paragraph লেখা

Paragraph লেখার অভিনব কৌশল
মাত্র 6 টি Mode Paragraph শিখে 300 Paragraph লেখা যায ।
.
JSC/SSC /HSC/Honours/ Degree যে কোন পরীক্ষায় এ কৌশলে লিখতে পারবে।।
.
লিখার সুবিধার জন্য ৩০০টি Paragraph গুলোকে 6 টি ভাগে ভাগ করতে পারি ।
.
যেমন :
(i) Problem, (ii) Science, (iii) Person,
(iv)Computer, (v)Place, (vi) Incident.
.
(i) Problem যেমন : Flood problem, Arsenic problem etc.
.
(ii) Science যেমন : Computer, Television, Radio etc.
.
(iii) Person যেমন : A Teacher, A Tourist Guide. A reporter etc.
.
(iv) Computer যেমন : Midesty , Tolerance, Braves etc.
.
(v) Place যেমন : Fish Market, Village Fair, Tea-stall etc.
.
(vi) Incident যেমন : Your Memorable Day, Street Accident etc
.
(vii) Any kind of Fair যেমন : Book fair,Trade fair,Car fair, erc.
.
(viii) Any kind of celebration যেমন : Celebration of Eid-ul-Fitre/Durga puja/Book fair etc.
.
.
একই শ্রেণীর বিভাগভুক্ত Paragraph গুলো একই নিয়মে লেখা সম্ভব । কেবল মাত্র (NP) স্থলে ঐ শ্রেনীর অন্তর্ভক্তটির নাম লিখতে হবে। (NP) অর্থ Name of the paragraph .
.
Paragraph লিখনের 6 টি নিয়ম নিম্নে দেওয়া হলো :-
.
(1) Good Habits/Characteristics
.
He is very important element for our lives (NP) in a society; he should (NP) his duty to the society. If he does dot abide by the rules. There is no peace in has family or society. It is the mist valuable at the every step in our lives. It is the way to success in life. The man, who abides by the great virtue, has achieved a great respect in his live. Without (NP) none can hope to be a famous person. Of we find the noble and famous persons, who have brought glory to their lives, we shall discover that their happiness depends on (it). It is not thing but mental matter, but it has a great demand to prepare one life. It is preferable to wealth. If wealth losses,it will be found again but if (it) losses. It will impossible found again. One may have much wealth but he is hated in the absence of (it). Without this noble virtue man becomes unhappy and helpless. We should try to our best to abide by this virtue.

1. Discipline, 2. Value of time, 3. Education, 4. Honesty, 5. Partitions, 6. Dignity of labor, 7. Self-reliance, 8. Ambition, 9. Truthfulness, 10. Charity, 11. Obedience, 12. Perseverance, 13. Duty to superiors, 14. Character, 15. Punctually, 16.Cleanliness, 17. Self- employment, 18. Culture, 19. Early rising, 20. Morning walk.
.
.
(2) Problem:

Bangladesh is a very small country. There are many problems in our country. Some of them are big and some of them are small. Some of them are preventable and some of them are unpreventable. But problem is problem. It may be different only, such as food problem, Flood problem, population problem, dowry problem and so on. (NP) is one of them. (NP) is a great problem in our country. It is our created problem. There are various causes of it. Firstly, most of the people of our country are uneducated; secondly, we are usually backward. Thirdly, our government is also responsible for this vital problem. Fourthly, we are not economically self-sufficient. Finally, it is our political unrest which is responsible for this problem. But this problem is not out of solution. It can be solved if we try. Proper steps should be taken to solve. A government or a man can not solve (NP) by himself. So we should all work hard to solve this problem. It is not only our national problem but also a worldwide problem. We can easily realize about the effect of it. We hope that we will be able to overcome (NP) in the days to solve.


Science
We live in an age of science. Modem civilization is the reflection of it. It is a blessing to mankind. We can see the wonders of science around us. Science has made our life easy and comfortable such as telephone, computer, internet, radio, electricity, dish-antenna etc. They are very useful to our live. We cannot think of our modern life without it. It has changed out life, society, and culture. It has both good sides and bad sides. If it is used to the welfare of mankind, it will be welcomed. But if is used to the destruction of human environment, it is not welcomed by the people. The invention of (NP) has changed of the world. It has great impact on the world. It works like the magic lamp of Aladdin; Now (NP) has become an essential part in our every day life. We can not think single moment without it. We can not think single moment without it. We can do anything position on negative by the help of it. But we should use it for the welfare of whole mankind.

Person’s Profession
We have in society. We can see various types of people in it. Though all are not important, they are part and parcel of our society. They may be of different professions. Such as doctor, teacher, fisherman, poet singer, player etc. (NP) is one of them. He is a common important person. (NP) is an educated/uneducated man. His activities are very useful for us. His character is very well. His truthfulness and honesty is unthinkable. (NP) is busy person. It the way of living (NP) is very simple. He/She is a good natured person. His/Her works are for the welfare of society. We like him very much for his simplicity and his friendly behavior. Since he is a part and parcel of our society. It is out duty to be careful to him. We must help him as much as we can. We can do anything positive in our society by the help of a (NP).

Place
This world is full of joy and beauty. Some are men made and some are natural. These are not significant for their precious source of wealth but priceless for excellence and unique characteristics
. (NP) is a common place. (NP) is generally located in suitable place. The place is wide and open. (NP) is very important and significant, both from social and institutional point of views. (NP) is a source of pleasure. It is usually a quite/unquiet place. Where people gather, it becomes a place of noise and busy activities. It is the part and parcel of our life. Thus it is always crowed. (NP) is well decorated. Of all the necessary elements (NP) is one of the invariable of modern civilization. Proper steps should be taken to improve it. Since the dawn of civilization we can see (NP) is surviving to us. Without (NP) our society can not be fulfilled, in every daily life. (NP) is essential. But sometimes it is full of din and bustle is not suitable for the environment. (NP) should be free from it. Every thing should be disciplines. Without discipline (NP) is becoming chaos and anarchy. Proper stapes should be taken to improve its condition. (NP) has great importance in economic. All kinds and classics of people come here. We are thankful of its service of mankind. (NP) has established itself firmly in our hearts. We can not ignore the blessing of (NP). So it is very useful to us.

Incident
Time and tide wait for none. It is a proverb. So time is very valuable for human life. It is a difficult question, what is time? Perhaps many of them say time is minutes, hours and day. But it is quite wrong. Minutes, hours and days are created by human mind. Lost wealth may be replaced by industry, lost knowledge by study, lost health by medicine and producing and nursing but lost time is gone forever. Human life is very short. Our life is nothing but a collection of some moments. Every man has a memorable day in his life. As a human being O have also a habit of past time. A moment can change the shape of man’s attitude to life. (NP) can be better understood by a man. (NP) is memorably ever in my life. It has a strong place is my heart. I cannot forget it. It gives me much pleasure/pain. Now our lives have been filled with thorns of various problems. But I still cherish/
remember (NP). This memorable/painful event will remain ever fresh and vivid in my heart and memory.

Any kind of Fair
There are many kind of fairs. Such as book fair, trade fair, baishakhi fair, maharram fair, international trade fair, flowers fair, New Year’s Day fair and car fair. (It*) is one of them. It is held on a fixed day of month every year. Traders decorate their stalls or pavilions very tastefully to attract the attention of the people. People enter the stall and ask many questions about their (Book**) commodities. Foreigners also attend the fair to know the quality. Sometimes foreign stalls are opened to advertise their products. People can buy any (books) commodities in cheap rate. Sometimes cultural functions are arranged for the people. Children-toys, sweets, and many other things are sold around the gates. It is a great meeting place of public. Generally it is opened up to 10 pm. usually people of all classes attend (It). I attend many fairs. Poets, businessmen, students, teachers and many other people come in the fair. Foreign goods (books) are available in most of the stalls of the (it).
Book fair, Trade fair, Baishakhi fair, Maharram fair, New year day fair, Car fair, Computer fair, Mobile fair, Village fair, Tree fair , Etc

Any kind of Celebration
Celebration of (Eid-ul-fitre/Pahela Baishakh) is really a wonderful moment. It opens the door of friendship. It is a very important day fir a (nation /community. The day is celebrated actress (the country/the world) with special honour. On the day (Eidgah/Shaheed minar/different kinds of fair) (becomes /become) the meeting place of people. It creates brotherhood. Celebration of (Eid-ul-Fitre/Durga puja/ Language Day) helps us in many ways. It broadens our outlooks. It also refreshes our minds. It is the way to break prejudice. It is the day of entertainment. It is the day of enjoyment and purification too. On this day, different kinds of programs are channels telecast various programs. Different newspapers also publish supplementary. Overall, such happy occasions remove the separation among the people of various religions, culture and casts. Above all, it is the way of removing narrowness and enhancing the broadness of mind.

Celebration of Eid-ul-Fitre/Durga puja/Buddha purnima/Christmas Day/Pahela Baishakh / Ekushey Febryary/Book Fair/Birth Day/Cultural trends/Victory Day & So on.

Abstract Idea:
To make life useful and successful every man should have some extra-ordinary qualities. (NP) is one of them. It is a quality that makes our life valuable and powerful. A person having such quality leads a happy and powerful. A person having such quality leads a happy and an orderly life. He/she seldom faces unacceptable obstacle in life. He/she is sure to prosper in life. (NP) signifies moral sensibility. It flashes our human power and reflects our mind. Thus it enlightens our mental faculty by changing the mode of leading life in accordance with rules. (NP) is a kind of virtue. It has to be acquired through habit and diligence. But for it fame, progress or success is impossible. In short we can say that we have to follow those who have gained their success by dint of (NP).
Honesty, Truthfulness, Education, Ambition, Character, Behavior, Modesty, Patriotism etc

Bad habits:
(NP) is a very harmful element for our lives. As man lives in a society, he should maintain some social rules; otherwise there may be some bad effects in the society. (NP) makes not only harm a single person but also harmful to all over our country. The man, who wants to lead his life happily, should avoid (NP). Having such kind of worse character now can be possible to be a famous person. If we find the noble and famous persons who prosper in life. We shall discover that none then in (NP). It is the cause of suffering for the society. There is hardly any person who has never seen heard (NP) in our Bangladesh. It is too harmful matter (NP) holds high position, Though, Government may have very much concerned about it. We should take proper step…..
Scope: Terrorism / Smoking / Environment pollution / Hurtle/ Drug addiction / Dowry system / Illiteracy / Child laver / Copying in the examination, etc

DigitalBangladesh:
Bangladesh has already fixed her target of achieving “Digital Bangladesh” with that particular time. It is a time of expecting of the nation to see their country in a proper position among other hi tech countries in the world. With a view to implement of Digital Bangladesh the first and foremost duty is to spread the ICT education throughout the whole country. Present ruling pasty (AL) is committed to the nation for implementing Digital Bangladesh and regarding this she has projected various steps. Because of being poor and illiterate, our people can not use ICT. Using ICT is still now beyond their imagination. It is unfortunate that some of us consider it nothing But mere a fashion though most of the people of our country have a lot of interests they remain out of access of ICT on account of high price. In the present era of globalization ICT is a cross cutting issue. The main obstacles are economic crisis, illiteracy, poverty, fundamentalism tyranny of muscular energy, corruption terrorism and so on. Our country a digital one, government’s commitment and people’s co-operation are urgently required. Government should take steps to spread ICT education throughout the country, our education should lay computer based. Students should get easy access to the computer. Then we would be able to build up “Digital Bangladesh

৪ তম বিসিএস এ নতুনদের জন্য এবং যারা একবারও বিসিএস প্রিলি পাস করেন নি, তাদের জন্য

#৪০_বিসিএস এ নতুনদের জন্য এবং যারা একবারও বিসিএস প্রিলি পাস করেন নি, তাদের জন্য
--------------------------------
একজন শিক্ষার্থী বিসিএস প্রিলিমিনারি সহ অন্য জবের প্রিলিমিনারি পাসের জন্য ৪-৫ বছরে অন্তত ১০-১২ হাজার টাকার বই/শিট + ১০-১৫ হাজার টাকা কোচিং এর পেছনে খরচ করে। একবার পরিক্ষার্থীদের সংখ্যা দিয়ে ২০-৩০ হাজার টাকাকে গুন দিয়ে দেখেন। আর এই বিশাল অংকের টাকা কামাতে শত শত লেখক, কোচিং, প্রকাশক ইত্যাদির অভাব নেই। তাদের লজ্জাহীন, লোভাতুর, হীন প্রচারণায় নিজের বিবেকের তাড়নায় আজকে এই লিখাটি লিখতে বাধ্য হলাম।
আমরা চাকরি প্রার্থীরাই তো শেয়ালদের মুরগিছানা!!! সুতরাং সাবধান। মানলাম আমাদের মধ্যে কারো কারো টাকার অভাব নাই। কিন্তু, উলটাপালটা বই পড়ে বা মিস-গাইডেড হয়ে ক্ষতির শিকার তো আমরাই হবো।
সবার মেধা, ক্যালিবার, পড়া বোঝার ক্যাপাসিটি এক নয়। সব বই সবার জন্য না।সকলের প্রতি অনুরোধ, বইয়ের লেখক / ক্যাডার/ কোচিং/রিভিউ এর বানীতে বিভ্রান্ত না হয়ে, বই কেনার আগে নিজে একটু দেখে কিনবেন সেটা #আপনার_জন্যউপযোগী কিনা। আপনাকে ১০০ টা গাইডলাইন থেকে, নিজের জন্য উপযোগী নিজের গাইডলাইন নিজেকেই তৈরি করতে হবে।
আরেকটি অনুরোধ, কিছু শীট বিক্রেতা আছে (যেমনঃ- ড. সাহেদ) - এদের কাছে থেকে সাবধান। বিসিএস প্রিলি পাসের জন্য নাকি শুধু BCS Preliminary Analysis - by Gazi Mizanur বই বুঝে বুঝে পড়লেই হবে - এসব ভন্ডদের থেকেও সাবধান।
বিসিএস ক্যাডার হবার জন্য নিচের কথাগুলো সবসময়ই মাথায় রাখবেনঃ-
১. বেসিক বই পড়ার বিকল্প নেই, যদি বেসিক দুর্বল থাকে। বেসিক শক্ত না করে, হাবিজাবি বেশি বেশি পড়া বিপদজনক৷
২. সিলেবাস অনুযায়ী পড়া ফরজ। এর বাইরে পড়বেন তো ধরা খাবেন। (যেমনঃ- ২০০ টা দেশের মুদ্রা, রাজধানী, প্রেসিডেন্টের নাম, তথ্য)
৩. প্রিলির জন্য ফাইনালি ১৮০-১৮৫ মার্কের বেশি প্রস্তুতি নেওয়া বোকামী, যত দিন ধরেই পড়েন না কেনো।
৪. শুধু ডাইজেস্ট বা জব সলিউশন পড়ে বিসিএস ক্যাডার হওয়ার অসম্ভব - কোটা থাকলেও।
৫. কোচিং / কোচিং এর শিক্ষকদের / বইয়ের লেখকদের ব্যবসাই হলো তাদের তথাকথিত সেবা। হাতে গোনা কয়েকজন লেখক আছে, যারা হয়তোবা চাকরি প্রার্থীদের কথা একটু মাথায় রাখে। বাকি সব মুখোশধারী নিপাট লোভী ব্যবসায়ী।
-------------------------------------
বিশ্বাস করেন আর নাই বা করেন, বাজারের ম্যাক্সিমাম বইয়ের কোয়ালিটি ১৯-২০। ৭-১৭ না!!! ৮০% ই কপি পেস্ট জিনিস আর কোশ্চেন সলভ; নিজের মতো করে সাজানো। আরও কাহিনী আছে, যা এখন বলতে চাই না। যাচাই বাছাই করে বই কিনুন।
“If I had eight hours to chop down a tree, I’d spend six hours sharpening my axe. " - Abraham Lincoln.
আগে নিজের জন্য উপযোগী গাইডলাইন + বুকলিস্ট + প্ল্যানিং করুন সব কিছু বিচার বিবেচনা করে নিজে নিজেই ; এরপর নিজের উপর বিশ্বাস রেখে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে যথাসাধ্য চেষ্টা করে যান। নিজের জন্য উপযোগী #Proper_Planning আর #Proper_Weapon ছাড়া যুদ্ধজয় সম্ভব না।
পোস্ট দেবার উদ্দেশ্য অনেক। কারোরই ক্ষতি কাম্য না। তবে, বাস্তবতা অনেক তিতা।
সুতরাং, হা হা, টিটকারি, গালিগালাজ ও এটেনশন সিকিং পোস্ট বলা উন্মুক্ত। আই ডোন্ট কেয়ার।
- আপনাদের সিনিয়র সহযোদ্ধা, রুদ্র।
#collected

কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগৃহীত

১. প্রতিদিন ঘুমান গড়ে সর্বোচ্চ ৭ ঘণ্টা। বেশি সময় নয়, ভালভাবে ঘুমানোই বড় কথা।মোবাইল সাইলেন্ট করে আর ল্যাপটপ দূরে রেখে ঘুমাবেন।
২. মোবাইলের ড্রাফ্টসে কিংবা একটা নোটবুকে আপনার মাথায় বিভিন্ন মুহূর্তে যে ভাল কথা কিংবা চিন্তাভাবনা আসে, তা লিখে রাখবেন।সাধারণত সুন্দর চিন্তাগুলি দুইবার আসে না।
প্রতিদিন ৩০ মিনিট নিয়ম করে কোন একটা মোটিভেশনাল বই পড়ুন কিংবা লেকচার শুনুন। এ সময় নিজের ইগোকে দূরে রাখবেন।
৪. কোন সময় মন যদি খুব অশান্ত হয়ে যায়, এবং কিছুতেই সেটাকে শান্ত করা না যায়, তবে ১০ মিনিট হাঁটুন আর হাঁটার সময় নিজের পদক্ষেপ গুনুন। আরেকটা কাজ করতে পারেন। সেটি হল, মাথা থেকে সমস্ত চিন্তা বের করে দিয়ে মাথাটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিয়ে চুপ করে ১০ মিনিট আকাশের দিকে তাকিয়ে থাকা।
৫. প্রতিদিন সকালে উঠে সেদিন কী কী কাজ করবেন, সেটি একটা কাগজে ১০ মিনিটে লিখে ফেলুন। কাগজটি সাথে রাখুন। আগের দিনের চাইতে অন্তত একটি হলেও বেশি কাজ করার কথা লিখবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মিলিয়ে নিন, সবগুলি করতে পেরেছেন কিনা।
৬. যে কাজটা করা দরকার, সে কাজে জেদি হওয়ার চেষ্টা করুন। কাজটার শেষ দেখে তবেই ছাড়ুন।
৭. যিনি আপনাকে তার জীবনে অপরিহার্য মনে করেন না, তাকে আপনার জীবনে অপরিহার্য মনে করার বাজে অভ্যেস থেকে সরে আসুন।যে আপনাকে ছাড়াই সুস্থভাবে নিঃশ্বাস নিচ্ছে তার জন্যে দম আটকে মরে যাওয়ার মানে হয় না।আপনি কত সময় ধরে তার সাথে ছিলেন, সেটা বড় কথা নয়;বরং সামনের সময়টাতে কত বেশি তাকে জীবন থেকে ডিলিট করে থাকতে পারবেন, সেটাই বড় কথা।
৮. খুব দ্রুত পড়ার অভ্যাস করুন। পড়ার সময় কীভাবে অপ্রয়োজনীয় অংশগুলিতে চোখ বুলিয়ে যেতে হয়, সেটা শিখুন। প্রয়োজনীয় অংশগুলি দাগিয়ে দাগিয়ে বারবার পড়ুন। এতে আপনার পড়ার সময় কমে যাবে।
৯. আপনার বর্তমান অবস্থার দিকে তাকান। দেখবেন, কিছু কিছু বিষয়ে স্রষ্টার অনুগ্রহে আপনি অনেক বিপদ কিংবা দুর্ভাগ্য থেকে বেঁচে গেছেন এবং ভাল আছেন।ঘুমাতে যাওয়ার আগে শুকরিয়া আদায় করে ঘুমান।
১০. বিভিন্ন মোটিভেশনাল বই,বিভিন্ন গ্রেটম্যানদের বায়োগ্রাফি,বিভিন্ন ধর্মীয় গ্রন্থএসব বই পড়ার সময় অবশ্যই বিশ্বাস করে পড়তে হবে। যদি আপনি পৃথিবীতে সবকিছুই যুক্তি দিয়ে বিচার করেন, তবে পৃথিবীতে বেঁচে থাকাটা আপনার জন্য কঠিন হতে পারে। তবে বইগুলিতে যা যা আছে, সেগুলির মধ্য থেকে আপনার দরকারি জিনিসগুলিকেই গ্রহণ করুন।
১১. মাসে অন্তত দুইদিন রোযা রাখুন। রোযা মানসিক শক্তি বাড়ায়, সহনশীল এবং বিনীত হতে শেখায়।
১২. ব্যাগে অন্তত একটি ভাল বই রাখুন আর সুযোগ পেলেই পড়ুন। মোবাইলেও পিডিএফ আকারে বই রাখতে পারেন।
১৩. প্রতিদিন অন্তত একজন ব্যক্তিকে সাহায্য করুন কিংবা ক্ষমা করে দিন। এতে আপনার নিজের প্রতি সম্মানবোধ বাড়বে। নিজেকে সম্মান করুন সবচাইতে বেশি।
১৪. সপ্তাহে একদিন বাসার বারান্দায় দাঁড়িয়ে ভোর হওয়া দেখুন। এটি আপনার ভাবনাকে সুন্দর করতে সাহায্য করবে।
১৫. একটা সহজ বুদ্ধি দিই : অন্য মানুষকে সম্মান করে না, এমন লোকের সঙ্গ এড়িয়ে চলুন। উদ্ধত লোকের কাছ থেকে তেমন কিছুই শেখার নেই।
১৬. নিজের চারিদিকে একটা দেয়াল তৈরি করে রাখুন। সে দেয়ালেঘেরা ঘরে আপনি নিজের মতো করে নিজের কাজগুলি করার জন্য প্রচুর সময় দিন। এতে আপনি অন্যদের চাইতে একই সময়ে বেশি কাজ করতে পারবেন। সবাইকেই সময় দিলে আপনি নিজের কাজগুলি ঠিকমতো করতে পারবেন না।
১৭. প্রতিদিন একটা ভাল বইয়ের অন্তত ৩০ পৃষ্ঠা না পড়ে ঘুমাতে যাবেন না। ফেসবুকিং করার সময় বাঁচিয়ে বই পড়ুন। বই পড়ে, এমন লোকের সাথে মিশুন। যে ছেলে কিংবা মেয়ে বই পড়ে না, তার সাথে প্রেম করার কিছু নেই। আর যদি ভালবেসেই ফেলেন, তবে তাকে বইপড়া শেখান।
১৮. আপনার চাইতে কম মেধা আর বুদ্ধিসম্পন্ন লোকজনের সাথে সময় কম কাটান। তবে কখনওই তাদেরকে আঘাত করে কোন কথা বলবেন না। একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে একবার কথা বলা ২০টা বই পড়ার সমান। ভুল লোকের সাথে সময় কাটানোর চাইতে একা একা থাকা ভাল।
১৯. প্রতিদিন আপনি যতটুকু কাজ করতে পারেন, তার চাইতে কিছু বাড়তি কাজ করুন।
২০. সপ্তাহে একদিন ঘড়ি এবং মোবাইল ফোন বন্ধ রেখে একেবারে নিজের মতো করে সময় কাটান। সেদিন বাইরের পুরো দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলুন এবং যা যা করতে ভাল লাগে কিন্তু ব্যস্ততার কারণে করা হয় না, সেসব কাজ করে ফেলুন।
২১. আপনি সম্মান করেন কিংবা পছন্দ করেন, এমন কোন ব্যক্তির ১০টি ভাল গুণ কাগজে লিখে ফেলুন। এরপর আপনি বিশ্বাস করুন যে, সে গুণগুলি আপনার মধ্যেও আছে এবং যতই কষ্ট হোক না কেন, সে গুণগুলির চর্চা করতে থাকুন। উনি যেরকম, সেরকম হওয়ার অভিনয় করুন। উনি যেভাবে করে কাজ করেন, একই স্টাইলে কাজ করুন। এ কাজটি ২ সপ্তাহ করে দেখুন, নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন।
২২. অন্যরা করার আগেই নিজেই নিজের বাজে দিকগুলি নিয়ে মাঝে মাঝে প্রকাশ্যে ঠাট্টা করুন। এতে করে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ বাড়বে।
২৩. প্রতিদিনই এমন দুটি কাজ করুন, যেগুলি আপনি করতে পছন্দ করেন না। করার সময় বিরক্ত লাগলেও থেমে যাবেন না। যেমন, এমন একটি বই পড়তে শুরু করুন, যেটি আপনার পড়া উচিত কিন্তু পড়তে ইচ্ছা করে না। কিংবা এমন একজনকে ফোন করুন যাকে ফোন করা দরকার কিন্তু করা হয়ে ওঠে না। কিংবা বাসার কমোডটি পরিষ্কার করে ফেলুন। এতে করে আপনার দ্রুত কাজ করার ক্ষমতা বাড়বে।
২৪. আপনি যেমন হতে চান, তেমন লোকের সাথে বেশি বেশি মিশুন। খেতে পছন্দ করে, এমন লোকের সাথে মিশে আপনি ওজন কমাতে পারবেন না।
২৫. দিনে একবার টানা ৩০ মিনিটের জন্য মৌন থাকুন। ওইসময়ে কারোর সাথেই কোন কথা বলবেন না। খুব ভাল হয় যদি চোখ বন্ধ করে পুরোনো কোন সাফল্যের কিংবা সুখের কোন স্মৃতির রোমন্থন করতে পারেন। এটা মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে।
২৬. প্রায়ই ভাবুন, আপনি এই মুহূর্তেই মারা গেলে আপনার পরিবারের বাইরে আর কে কে আপনার জন্য কাঁদবে। ওরকম লোকের সংখ্যা বাড়ানোর জন্য কী কী করা যায়, ভাবুন এবং করুন।
২৭. সকালে ভোর হওয়ার আগে উঠুন।বেশিরভাগ লোকই রাতে জাগে আর গল্প করে সময় নষ্ট করে।ভোরের আগে উঠতে পারলে, আপনাকে বিরক্ত করার কেউ থাকবে না,আপনি পড়াশোনা করা ছাড়া আর তেমন কোন কাজই পাবেন না।
২৮. কোন একটা কাজ করতে হুট করেই পরিশ্রম করা শুরু করে দেবেন না। আগে বুঝে নিন, আপনাকে কী করতে হবে, কী করতে হবে না। এরপর পরিশ্রম নয়, সত্যিই কঠোর পরিশ্রম করুন।
২৯. পৃথিবীতে কেউই জিরো থেকে হিরো হয় না। আপনাকে ঠিক করতে হবে, আপনি কোন ব্যাপারটাতে হিরো হতে চাচ্ছেন। আপনি যে বিষয়টাতে আগ্রহ বোধ করেন না, কিংবা যেটাতে আপনি গুরুত্ব দেন না, সেটাতে সময় দেয়া মানে, স্রেফ সময় নষ্ট করা। আপনি যেটাতে সময় দিচ্ছেন, সেটাই একদিন আপনাকে অন্যদের থেকে আলাদা করে চেনাবে।
৩০. বুদ্ধিমত্তা আর অর্জনের মধ্যে সম্পর্ক খুব ভাল নয়। যার যত বেশি বুদ্ধি, সে তত বেশি এগিয়ে, এরকমটা সবসময় নাও হতে পারে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সবচাইতে ভাল রেজাল্ট-করা স্টুডেন্টদের শতকরা মাত্র ২০ ভাগ গ্রেটদের তালিকায় নাম লেখাতে পারে। বাকি ৮০ ভাগ আসে তাদের মধ্য থেকে যাদেরকে নিয়ে কেউ কোনদিন স্বপ্ন দেখেনি। তাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিজের সাথে লড়াই করে যান।
দুয়া করবেন আমার জন্য------------------------------
---------
ধন্যবাদ।

শতকরা হিসাব নিকাশের ম্যাজিক

→ যে কোন শতকরা হিসাব নিকাশ করে
ফেলুন মাত্র এক সেকেন্ডে!!!
১. সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০
২. সময় = (১০০ x সুদ) / আসল x সুদের হার)
৩. সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়)
৪. আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার)
উদাহরণ দেখুন-
১। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ১২০০
টাকায় ৪ বছরের সুদ কত?
সমাধান, সুদ = (সুদের হার x আসল x
সময়) / ১০০
=(৬X১২০০X৪)/১০০ টাকা
=২৮৮ টাকা
২। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত
বছরে ১২০০ টাকায় সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধান, সময় = (১০০ x সুদ) / (আসল x
সুদের
হার)
=(১০০X২৮৮)/(১২০০X৬) বছর
=২৮৮০০/৭২০০ বছর
=৪ বছর
৩। শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০
টাকায়
৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধান, সুদের হার = (১০০x সুদ) / (আসল x
সময়)
=(১০০X২৮৮)/(১২০০X৪) টাকা
=২৮৮০০/৪৮০০ টাকা
=৬ টাকা
৪। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত
টাকায় ৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধান, আসল = (১০০ x সুদ) / (সময় x
সুদের
হার)
=(১০০X২৮৮)/(৪X৬) টাকা
=২৮৮০০/২৪ টাকা
=১২০০ টাকা
৫। মাত্র কয়েক সেকেন্ডে উত্তর বের
করেন
নিচের মত শতকরা অংকের-
ক) ২০% এর ৫০? = ১০ (২ *৫ = ১০)
খ) ১২৫ এর ২০% কত? = ২৫ (১২.৫*২=২৫)
গ) ১১৫২৫ এর ২৩% কত? = ২৬৫০.৭৫
(১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫
❑ অধ্যায় ভাজক সংখ্যা
❑ শর্ট-টেকনিকে ভাজক সংখ্যা
নির্ণয়ঃ
……………………………………......
# ______প্রশ্নঃ পরিক্ষায় আসতে পারে
72 এর ভাজক সংখ্যা
কতটি?
উত্তরঃ ১২টি
_______(প্রশ্নটি ২৫ তম বিসিএস সহ
পিএসসির বিভিন্ন আরো ৯টি
পরিক্ষায় আসছে)
.
# টেকনিকঃ
৭২ কে লসাগু করলে-
৭২÷২=৩৬
৩৬÷২=১৮
১৮÷২=৯
৯÷৩=৩
সুতরাং-(২×২×২) × (৩×৩)
.
____উপরে, লক্ষ করুন-
২হলো ৩বার এবং ৩ হলো ২বার
সুতরাং
৭২=২³ × ৩²
=(৩+১) × (২+১)=১২টি
____অর্থাৎ যত পাওয়ার [২³ এখানে
পাওয়ার (³) ] আপনি শুধু তার
সাথে ১ যোগ করে প্রাপ্ত পাওয়ার গুলো
গুন করে
দিলেই, উত্তর পেয়ে যাবেন।
.
# ব্যাখ্যাঃ ৭২ সংখ্যাটির ভাজক গুলো
হলো-
১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২।
.
______এখন, ৭২ সংখ্যাটি' তো ছোট,,
মনে হতে পারে টেকনিকের চেয়ে হাতে
করা সহজ!!
কিন্তু, যদি প্রশ্ন'টি আরো বড় হয়??
……………………………………......
❑# _______প্রশ্নঃ ৭৫৬০০ এর ভাজক
সংখ্যা কতটি?
______(প্রশ্নটি টেলিভিশন প্রকৌশলী
সহ আরো ২টি পরিক্ষা
আসছে)
.
# টেকনিকঃ
আগের মত লসাগু করলে পাই,
৭৫৬০০÷২=৩৭৮০০
৩৭৮০০÷২=১৮৯০০
১৮৯০০÷২=৯৪৫০
৯৪৫০÷৩=৪৭২৫
৪৭২৫÷৩=১৫৭৫
১৫৭৫÷৫=৫২৫
৫২৫÷৫=১০৫
১০৫÷৩=২১
২১÷৩=৭
সুতরাং-
(২ × ২ × ২ × ২) × (৩ × ৩ × ৩) × (৫ × ৫) ×

.
=২⁴ × ৩³ × ৫² × ৭¹
=(৪+১) × (৩+১) × (২+১) × (১+১)
=৫ ×৪ ×৩ ×২=১২০ (উত্তর)
……………………………………......
এভাবে, নিজে নিজে আরও কিছু গুরুত্বপূর্ণ
অংক প্র্যাকটিস
করতে পারেন-
❑# ______প্রশ্নঃ ১০০৮ সংখ্যাটিতে
কয়টি ভাজক আছে?
(প্রশ্নটি, থানা শিক্ষা অফিসার সহ
পিএসসি'র আরো ৭টি পরিক্ষায়
আসছে)
❑# _______প্রশ্নঃ ৫৩২০ সংখ্যাটিতে
কয়টি ভাজক আছে?
(প্রশ্নটি, দুদক সহ আরো ৪টি পরিক্ষায়
আসছে)
শতকরা হিসাবের শর্টকাট
সূত্রঃ-১
মূল্য বৃদ্ধি পাওয়া ব্যবহার কমানোর
ক্ষেত্রে
ব্যবহার_হ্রাসের_হার = (১০০ X মূল্য
বৃদ্ধির হার) ÷ (১০০ + মূল্য বৃদ্ধির হার)
উদাহারণঃ যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি
পায় তবে তেলের ব্যবহার শতকরা কত
কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
সমাধানঃ
ব্যবহার হ্রাসের হার = (১০০X ২৫) ÷ (১০০
+২৫) = ২০%
সূত্রঃ -২
মূল্য হ্রাস পাওয়া ব্যবহার বাড়ানোর
ক্ষেত্রে
ব্যবহার_বৃদ্ধির_হার = (১০০ X মূল্য
হ্রাসের হার) ÷ (১০০ - মূল্য বৃদ্ধির হার)
উদাহারণঃ
কাপড়ের মূল্য ২০% কমে গেল। কোন
ব্যক্তির খরচ বৃদ্ধি না করেও কাপড়ের
ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারে?
সমাধানঃ ব্যবহার বৃদ্ধির হার = (১০০X ২০)
÷ (১০০ - ২০) = ২৫%
সূত্রঃ৩
দুটি সংখ্যার শতকরা হারের তুলনার
ক্ষেত্রে
শতকরা_কম /বেশি= (১০০ X শতকরা কম
বা বেশি) ÷ (১০০ + শতকরা কম বা বেশি)
উদাহারণঃ ক এর বেতন খ এর বেতন
অপেক্ষা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন
ক অপেক্ষা কত টাকা কম?
সমাধানঃ শতকরা কম বা বেশি = (১০০ X
৩৫) ÷ (১০০ + ৩৫)= ২৫.৯৩%
সূত্রঃ৪
দ্রব্যমূল্যের শতকরা হার বৃদ্ধি পাওয়া
দ্রব্যের_বর্তমান_মূল্য = (বৃদ্ধির প্রাপ্ত
মূল্যে হার X মোট মূল্য) ÷ (১০০ + যে
পরিমাণ পণ্য কম হয়েছে)
উদাহরণঃ চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায়
১০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা
যেত এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম
কেনা যায়! চিনির বর্তমান দর কেজি
প্রতি কত?
সমাধানঃ দ্রব্যের বর্তমান মূল্য= (৬ X
১০৬০) ÷ (১০০ X ৩)= ২১.২০ টাকা
সূত্রঃ৫
দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাস পাওয়ায়
দ্রব্যের_বর্তমান_মূল্য = (হ্রাসকৃত
মূল্যেহার X মোট মূল্য)÷(১০০ + যে
পরিমাণ পণ্য বেশি হয়েছে)
উদাহরণঃ চালের মূল্য ১২% কমে যাওয়ায়
৬,০০০টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল
বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের দাম
কত?
সমাধানঃ দ্রব্যের বর্তমান মূল্য = (১২ X
৬০০০)÷(১০০ X ১)
= ৭২০ টাকা(উঃ)
সূত্রঃ৬
মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে
হ্রাসের_হার =(বৃদ্ধির হার X হ্রাসের
হার)÷১০০
উদাহরণঃ চিনির মূল্য ২০% কমলো কিন্তু
চিনির ব্যবহার ২০% বেড়ে গেল এতে
চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়বে বা
কমবে?
সমাধানঃ হ্রাসের হার = (২০ X ২০)÷১০০
= ৪% (উঃ)
বের করবেন
-
1. 30% of 50= 15
____(3.0x5.0=15)
-
আমরা জানি,
দশমিকের ডান পাশে একটা সংখ্যা
থাকলেই তাকে আমরা দশমিকের পূর্ণ
দশমিক আন্দাজ করতে পারি।
যেমন,
124.157894=124.2 লিখলেই চলে।
-
টেকনিকঃ-
-
এরকম শতকরা হিসাব করতে যেয়ে আমরা
উভয় পাশের একবারে ডানের সংখ্যার
আগে দশমিক বসিয়ে গুন করব।
-
2. 40% of 60= 24
___(4.0X6.0=24)
3. 20% of 190= 38
___(2.0X19.0=38)
4. 80% of 40= 32
___(8.0X4.0=32)
5. 20% of 18= 3.6
___(2.0X1.8=3.6)
6. 25% of 44=11
___(2.5X4.4=11)
7. 245% of 245=600.25
___(24.5X24.5=600.25)
-
-
এবার ঔষুধ গুলো খেয়ে দেখুনঃ-
-
1___Alatrol__24% of 25=?
-
2___Sergel__67% of 88=?
-
3___Omidon__50% of 70=?
-
4___Ediloss___65% of 80=?
-
5___Seclo____234% of 678=?
গণিতের বেসিক থেকে কিছু প্রশ্ন প্রায়
সব চাকরির পরীক্ষায় থাকে ভালো করে
লক্ষ্য রাখুন

১১০টি গুরুত্বপূর্ণ বানানের শুদ্ধরূপ

০১। অপরাহ্ন — অপরাহ্ণ
০২। অনুসূয়া — অনসূয়া
০৩। অত্যোন্ত — অত্যন্ত
০৪। অনুসঙ্গিক — আনুষঙ্গিক
০৫। আয়ত্ব — আয়ত্ত
০৬। আদ্যোন্ত — আদ্যন্ত
০৭। আকাংখা — আকাঙ্ক্ষা
০৮। আশীষ — আশিস
০৯। আশিবিষ — আশীবিষ
১০। আমাবস্যা — অমাবস্যা
১১। আলচ্যমান — আলোচ্যমান
১২। ইতিপূর্বে — ইতঃপূর্বে
১৩। ইতিমধ্যে — ইতোমধ্যে
১৪। ইদানিংকাল — ইদানীং
১৫। উচ্ছাস — উচ্ছ্বাস
১৬। উজ্জল — উজ্জ্বল
১৭। উদীচি — উদীচী
১৮। উপরুক্ত — উপরিউক্ত/উপর্যুক্ত
১৯। উৎকর্ষতা — উৎকর্ষ/উৎকৃষ্টতা
২০। উত্তারায়ন — উত্তারায়ণ
২১। উপযোগীতা — উপযোগিতা
২২। ঋন — ঋণ
২৩। একত্রিত — একত্র
২৪। ঐক্যতান — ঐকতান
২৫। ঐক্যমত — ঐকমত্য
২৬। কল্যান — কল্যাণ
২৭। কর্মজীবি — কর্মজীবী
২৮। কৃতীত্ব — কৃতিত্ব
২৯। কলংকিত — কলঙ্কিত
৩০। কার্য্যালয় — কার্যালয়
৩১। কৃজ্জটিকা — কৃজ্ঝটিকা
৩২। গীতাঞ্জলী — গীতাঞ্জলি
৩৩। জগত — জগৎ
৩৪। জোৎস্না — জ্যোৎস্না
৩৫। জীবীকা — জীবিকা
৩৬। তোরন — তোরণ
৩৭। তরান্বিত — ত্বরান্বিত
৩৮। তত্বাবধায়ক — তত্ত্বাবধায়ক
৩৯। দারিদ্রতা — দারিদ্র্য /দরিদ্রতা
৪০। দৈন্যতা — দৈন্য /দীনতা
৪১। দ্বন্দ — দ্বন্দ্ব
৪২। দূরাদৃষ্ট — দুরাদৃষ্ট
৪৩। দুষনীয় — দূষণীয়
৪৪। দূরাবস্থা — দুরবস্থা
৪৫। দধিচি — দধীচি
৪৬। নূন্যতম — ন্যূনতম
৪৭। নিরব — নীরব
৪৮। নিক্কন— নিক্বণ
৪৯। নিশিথিনি — নিশীথিনী
৫০। পরিস্কার — পরিষ্কার
৫১। পুরষ্কার — পুরস্কার
৫২। পানিণি — পাণিনি
৫৩। প্রনয়িণী — প্রণয়িনী
৫৪। পৈত্রিক — পৈতৃক
৫৫। পুরান — পুরাণ
৫৬। পিপিলিকা — পিপীলিকা
৫৭। প্রতিযোগীতা — প্রতিযোগিতা
৫৮। পোষ্টমাষ্টার — পোস্টমাস্টার
৫৯। প্রতিদ্বন্দ্বীতা — প্রতিদ্বন্দ্বিতা
৬০। প্রাণীবিদ্যা — প্রাণিবিদ্যা
৬১। বিভিসিকা — বিভীষিকা
৬২। বুদ্ধিজীবি — বুদ্ধজীবী
৬৩। বহিঃস্কার — বহিষ্কার
৬৪। ব্রাক্ষ্মন — ব্রাহ্মণ
৬৫। ব্যাতিত — ব্যতীত
৬৬। বিদুষি — বিদুষী
৬৭। বিদ্যান — বিদ্বান
৬৮। ব্যপ্ত — ব্যাপ্ত
৬৯। বৈচিত্র — বৈচিত্র্য
৭০। বাল্মিকি — বাল্মীকি
৭১। বয়ঃজেষ্ঠ্য — বয়োজ্যেষ্ঠ
৭২। ভূবণ — ভুবন
৭৩। ভৌগলিক — ভৌগোলিক
৭৪। ভাগিরথী — ভাগীরথী
৭৫। ভ্রাতাগন — ভ্রাতৃগণ
৭৬। ভবিষ্যৎদানী — ভবিষ্যদ্বাণী
৭৭। মুহুর্ত — মুহূর্ত
৭৮। মূমর্ষু — মুমূর্ষু
৭৯। মূর্ধণ্য — মূর্ধন্য
৮০। মনিষি — মনীষী

২৫ দিনেই শেষ করুন সরকারি প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের প্রস্তুতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের পরীক্ষা আগামী ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বছর প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ১২ হাজার আসনের বিপরীতে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনে লড়বেন ২০০ জন।
সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রিপারেশন কিভাবে শুরু করবেন এ নিয়ে অনেকেই দ্বিধা-দণ্ডের মধ্যে আছেন, এ পোস্টটি  তাদের জন্যই। যেভাবে শর্টকার্ট পদ্ধতিতে শুরু করবেন তা দেওয়া হলো। আশাকরি পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। আপনার প্রয়োজনে তাই শেয়ার করে রাখুন।
বাংলাঃ
বাংলা ব্যাকরণ এর জন্য বই থেকে সমাস নির্ণয় করা শিখে ফেলুন। তাহলে ২ মার্ক শিওর হয়ে যাবে।
সন্ধি বিচ্ছেদ গুলো কয়েকবার পড়লেই মনে থাকবে। ব্যতিক্রম কিছু সন্ধি বিচ্ছেদ মুখস্থ করে ফেলবেন। পরিক্ষায় বার বার আসা প্রশ্নগুলো পড়বেন।
এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ আমরা এস.এস.সি ও এইচ.এস.সি তে অনেক পড়েছি তাই কয়েকবার রিভিশন করলেই আয়ত্বে এসে যাবে।
✳ কিছু পারিভাষিক শব্দ ও বানান শুদ্ধিকরণ দুইদিন প্র‍্যাকটিস করলেই হয়ে যাবে।  শুধু নিয়ম গুলো শিখে নিবেন। এই টুকু শেষ করতে পারলে ব্যাকরণের অংশ নিয়ে চিন্তা নেই।
বাংলা সাহিত্যের জন্য কবি পরিচিতি আশাকরি ১ দিনের মধ্যে শেষ করতে পারবেন। কবিদের ও সাহিত্যিকদের বিখ্যাত বই, উপন্যাস, কাব্য, নাটক, জন্ম, মৃত্যু, ও এগুলো প্রকাশের তারিখ গুলো পড়বেন। অল্প সময়ের প্রস্তুতির জন্য একটা নোট খাতায় এগুলো লিখে রাখবেন যাতে আবার রিভিশন করতে পারেন। আপনার বাংলা অংশ নিয়ে আর চিন্তা করার দরকার নাই।
✴ইংলিশ নিয়ে যাদের ভয় বেশি তাদেরকে সহজ করে দিচ্ছি
  • Right form of Verb এর নিয়মগুলো পড়ুন আর কিছু প্র‍্যাকটিস করুন। Preposition এর কিছু নিয়ম আয়ত্ব করুন।(আমার টাইমলাইনে পাবেন) এই দুইটা ১ দিনেই শেষ করতে পারবেন + ৪ মার্ক কনফার্ম।
  • Voice এর ব্যাতিক্রম নিয়ম গুলো সহ পুরো অংশটা ভালোভাবে পড়ে নিবেন। ১/২ মার্ক থাকবেই।
  • Tense এর গঠন গুলো মুখস্থ করুন আর গঠন অনুযায়ী বাক্য সাজাতে চেষ্টা করুন।
  • Adjective + Adverb এর অনুচ্ছেদটা ১ দিনে শেষ করতে পারবেন আর এই গুলোর সংজ্ঞা ভালো ভাবে জানা থাকতে হবে।
  • Vocabulary জানতে হবে অনেক তাই আমার ১০০০+ Vocabulary পোস্টটি দেখতে পারেন।
  • অনুবাদের জন্য বাংলা ২য় পত্র বই এর অনুবাদ গুলো রিডিং দিবেন।
  • অনেকেই synonym ও antonym নিয়ে ভয় পায়। বাছাই করা ২০০ synonym ও antonym আমার টাইমলাইনে শেয়ার করে দিবো আশাকরি কমন পাবেন।
  • ইংলিশ গ্রামারের এই টুকু ভালো ভাবে শেষ করতে পারলে আশাকরি ভালো করতে পারবেন।
✳গণিতের কথা শুনলে অনেকের ভয়ে গলা শুকিয়ে যাওয়ার অবস্থা হয়। গণিতকে সহজ ভাবে ভাবুন। হিসেবকে বুঝায় চেষ্টা করুন।
পরিক্ষায় যে নিয়মের গণিত আসে তা কাল আলোচনা করা হয়েছে। কিভাবে শেষ করবেন তা বলছি।
লাভ ক্ষতি ও সুদ কষা থেকে ২ টা অংক থাকে। ক্লাস ৮ এর এই দুই অধ্যায়ের উদাহরণ সহ অংক গুলো করে ফেলুন। সহজে বুঝার জন্য আমার টেকনিক গুলো টাইমলাইনে শেয়ার করে রেখেছি সেগুলো দেখবেন। ঐকিক নিয়মের অংক গুলোর নিয়ম প্রায় এক তাই কয়েকটা নিয়ম শিখলে বাকি এমনিতেই পারবেন। আপনাকে বুঝতে হবে কি বের করতে হবে। লাভ না ক্ষতি, মুনাফা না আসল/মূলধন। পিতা পুত্রের ও মাতা কন্যার অংক থাকেই আর এই গুলোর নিয়ম প্রায় একই। দুই জনের মোট বয়স, কত বছর পর/আগে কার বয়স কত হবে/ছিল, বর্তমানে কার বয়স কত এই গুলোই আসে। এই নিয়ম গুলো করুন কমন আসবেই।
গড় থেকে অংক থাকে। গড়ের নিয়মটা শিখে নিবেন। এই অধ্যায়টা অনেক সহজ। অনুপাত আর ভগ্নাংশ এই দুই অধ্যায়ের জন্য একটু পরিশ্রম করতে হবে। কোন ভগ্নাংশ বড়/ছোট এই নিয়মের অংক গুলো আসে, বাঁশের খুটির কত অংশ কি রঙ এই গুলোও থেকেই প্রশ্ন আসে।পরিমাপ থেকে মূলত বর্গাকার / আয়তাকার মাঠের ভিতরে রাস্তা, ক্ষেত্রফল, ভূমির, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এসব সংক্রান্ত অংক আসে। এই নিয়মের গুলো করলেই কমন পাবেন।
বীজ গণিতে রাশিটির মান নির্ণয় এর অংক বেশি আসে। প্রথমে বীজ গণিতের সূত্র গুলোর প্রয়োগ ও ব্যবহার শিখবেন সাথে নিয়ন অনুযায়ী অংক করবেন। বীজ গণিতের প্রায় অংকই অনুসিদ্ধান্ত প্রয়োগে করতে হয় তাই সেই ব্যাপারে যত্নশীল হতে হবে। উৎপাদকে বিশ্লেষণে মিডিল ট্রাম পদ্ধতিতে যেসব সমাধান হয় সেগুলো বেশি আসে। আশাকরি ১ মাসে এই গুলো কভার হবে।
বৃত্ত, চতুর্ভুজ, রম্বস, সামান্তরিক, কর্ণ + জ্যামিতিক সংশ্লিষ্ট প্রশ্নগুলো পড়তে হবে।
✳সাধারণ জ্ঞান অনেকেই কম পড়েন।
প্রণালি, সভ্যতা, নদী, দেশ, রাজধানী, মুদ্রা শহর, নতুন প্রেসিডেন্ট / প্রধানমন্ত্রী নাম এগুলো থেকে ২/৩ প্রশ্ন কমন পড়তে পারে। সাধারণ জ্ঞান অল্প পড়লেই মনে থাকে তাই নির্দেশিকা অনুযায়ী পড়বেন।
Source: LINK

৫ টি প্যারাগ্রাফ শিখে লিখে ফেলুন ১২৭ টি প্যারাগ্রাফ

ছোটবেলা থেকে আমারা কতই না প্যারাগ্রাফ শিখি বা মুখস্ত করি। কিন্তু অনেক সময়ই আমাদের কমন আসেনা। সে অবস্থায় আমরা প্রশ্ন পেয়ে ঘাবরাইয়ে যাই, যার ফলে আমাদের পুরা পরিক্ষাই খারাপ হয়। সেই ইমারজেন্সি পরিস্থিতির জন্য অর্থাৎ পরীক্ষায় প্যারাগ্রাফ কমন না পরলে তখন কাজে আসবে এটি। এ পদ্ধতিতে পাঁচটি প্যারাগ্রাফ শিখেই লিখে ফেলতে পারেন যেকোনো প্যারাগ্রাফ। তাই আপনার প্রয়োজনে শেয়ার করে রাখুন।
এই প্যারাগ্রাফগুলো শিখে নিজ থেকে বানায় লিখতে পারবেন যেসব প্যারাগ্রাফ, তার নামসমূহঃ
1. Copying in the examination
2. Environment Pollution
3. Air pollution
4. Terrorism in the campus
5. Terrorism
6. Black marketing
7. Unadult marriage
8. Traffic jam
9.Load-shedding
10. Hartal day
11. Road accident
12. Drug addiction
13. Dangerous of smoking
14. Arsenic Pollution
15. Brain-drain
16. Gambling
17. Dacoity
18. Anarchy
19. Bribery
20. Black money
21. Child labour
22. Deforestation
23. Acid throwing
24. Superstition
25. Corruption
26. Political chaos
27. Women & child trafficking /torturing
28. Toll-extortion
29. Population problem
30. Conspiracy
➫ [ TOPIC ] is a great and harmful problem. It is not only a common matter for our own country but also for the other countries too. ➫ [ TOPIC ] destroying our social peach and happiness. Day by day it is going out of our control which is very alarming. Keeping this problem we can not imagine our peace and happy life. Though ➫ [ TOPIC ] is very tough to remove this problem totally from the society but we have to try at any cost. Without removing this acute problem people can’t get relief. Everybody wants a good solution for this problem. Beside govt. should come forward to overcome this problem. The law forces agencies should arrest them who are creating this kind of problem. ➫[ TOPIC ] is possible to remove by creating public awareness. So we should be more active to get better solution.
প্যারাগ্রাফের নামসমূহঃ
1. Bravity
2.Value of time
3.Honesty
4.Discipline
5.Perseverance
6.Confidence
7.Politeness
8.Ambition
9.Glorious mind
10.Optimism
11.Hopefulness
12.Talent
13.Self-help
14.Truthfulness
15.Courtesy
16.Friendship
17.Labour
18.Education
19.Patriotism
20.Character
21.Good manner
22.Popularity
23.Dignity
24.Love
25.Integrity
26.Punctuality
27.Kindness
28.Liberty
29.Dutifulness
30.Self-reliance
31.Obedience
31.Faithfulness
32.Modesty
33.Industry
34.Co-operation
35.Personality
36.Intellectuality
37.Humanity
38.Gratitude
39.Moral courage
40.Contentment
41.Common sense
42.Charity
43.Diligence
44.Tolerance
45.Self-criticism
46.Self-reliance
47.Civic-sence
48.Cleanliness
➫ [ TOPIC ] is the most valuable and powerful element of our success in life. It enriches self-confidence of our
running life. If we want to reach of our aim we must attain such quality. It is need to have for mental faculty. ➫[ TOPIC ] can bring out reward for human beings. It is important to have ➫ [ TOPIC ] to retain the existence of
human beings. Without ➫ [ TOPIC ]
anybody can not achieve anything great and glorious. A man can lose his
prestigious life for its absence. Most of the greatest persons have gained success by it. ➫[ TOPIC ] is a kind
of knowledge which thing no training can teach. ➫ [ TOPIC ] broadens our outlook. Therefore we should have this quality at any cost.
প্যারাগ্রাফের নামসমূহঃ
1. Dish Antenna
2. Satellite
3. Mobile
Phone
4. Cellular Phone
5. Internet
6. Computer
7. E-mail/Fax
8. Electricity
9. Credit Card
10. Money Gram
11. Aeroplane
We live in the age of science and
technology. With the help of science and technology we have invented many wonderful things. ➫ [ TOPIC ] is one of them. It is the blessing of science for the world. Today we can enjoy various objectives of the world through ➫ [ TOPIC ] . It brought the remotest places of the world on hand. It has some exceptional power. We should use this technology properly. We can widen our knowledge by it in different fields. ➫ [ TOPIC ] gives us lot of opportunities and it mainly influence more on young generation. As every things has its both negative and positive side so ➫ [ TOPIC ] has also two sides and we should use only positive sides which provide us useful knowledge.
প্যারাগ্রাফের নামসমূহঃ
1. Writing poem
2. Singing song
3. Keeping a diary
4. Catching fish
5. Jogging
6. A boat race
7. Collecting stamps
8. Traveling
9. Swimming
10. Gardening
11. Fishing
12. Boating
13. Reading habit
14. Playing chess
15. Jocking
16. Writing letter
17. Painting
18. Buying things
19. Flying kite
20. Early rising
21. Morning walk
22. Amusement
23. Buying books
➫ [ TOPIC ] is an interesting habit for stubborn life. By this kind of habit we can get rid of boring life. Everyone
should have any kind of hobby. ➫[ TOPIC ] is the shadow of life which gives us vast amusement. It can be a part and parcel of education and entertainment.Someone uses it for passing time. ➫[ TOPIC ] causes
some problems sometimes if we are not concern on working. ➫ [ TOPIC ] refreshes us not only physically but
also mentally. To sum up we should have any kind of hobby. It can be entertainment or education for us.
প্যারাগ্রাফের নামসমূহঃ
1. Hazrat Muhammad (sm)
2. Sheikh Mujib
3. A Virtuous Man
4. Rabindranath Tagore
5. Nazrul Islam
6. Mothr Teresa
7. Influence of a great man
8. Your favourite player
9. Moulana Bhashini
10. Your favourite person/Friend
11. Your Mother/Father/Grandmother/
Grandfather
12. A great Politician
13. The teacher you like most
14. Your ideal man
15. My pride/friend
➫ [ TOPIC ] is considered as an ideal in my life. I like most him because of his wonderful activities beside his clear-cut and embedded character. His embedded personality could be impressed my heart.For this reason he is my favorite person. His views on society, love of humanity and duty to the every steps attract one a lot.His clarity of mind, uprightness of thought,glorious,ideals and simplicity of life make one his fan. I respect his creativity, speech and his responsibility. Man like ➫[ TOPIC ] is very necessary for the state.Everyone should try to build up character, morality and personality like him. It is impossible to be a real person without responsibility, morality, embedded character and lofty ideals. For the
peace and happiness we should follow him.
Source: LINK