সাধারণ জ্ঞানঃ তথ্যপ্রযুক্তি

• প্রঃ WWW বলতে কি বুঝায়? • উঃ-World Wide Web • প্রঃ ইন্টারনেটের জনক কে? • উঃ-ভিন্টন জি কার্ফ • প্রঃ জনপ্রিয় ওয়েব ব্রাউজার কি কি? • উঃ-Mozilla firefox, Google chrome, Opera, Rock melt, Internet explorer • প্রঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্ঠাতা কে? • উঃ-সার্জ এম বেরিন ও লেরি পেজ • প্রঃ জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক সাইট কি কি? • উঃ-Facebook, Twitter, Myspace, Google plus, orkut • প্রঃ আধুনিক কম্পিউটারের জনক কে? • উঃ-চার্লস ব্যাবেজ • প্রঃ ‘কম্পিউটার’ বাগ কি? • উঃ- সফট্ওয়্যারের অন্তনিহিত ভুল । • প্রঃ কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহার হয় কত সালে? • উঃ- ১৯৭২ সালে । • Ques: Which is called the the Brain of the Computer? • Ans: CPU. • প্রঃ কম্পিউটার সফট্ওয়ারের জগতে বৃহৎ প্রতিষ্ঠান কোনটি? • উঃ- মাইক্রোসফট ।

No comments:

Post a Comment