তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা

০ গুগল হচ্ছে ~ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি এবং বিশেষভাবে তাদের গুগল সার্চ ইঞ্জিনের জন্য বিখ্যাত।
০ গুগল প্রতিষ্ঠিত হয় ~ ৪ সেপ্টেম্বর ১৯৯৮ (মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া)
০ গুগলের প্রতিষ্ঠাতা হলো ~ ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন।
০ গুগলের সদর দপ্তর বা প্রধান কার্যালয় ~ যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়ায়।
০ গুগলের বর্তমান পরিচালক ~ এরিক স্মিট।
০ গুগলের মূলমন্ত্র ~ বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলোভ্য করে দেয়া।
০ গুগলের অপ্রতিষ্ঠানিক মূলমন্ত্র হলো ~ Don't + be evil
০ মুক্ত অপারেটিং সফটওয়্যার অ্যান্ড্রয়েড এর উদ্ভাবক ~ অ্যান্ডি রুবিন ও রিচ মিনার। (২০০৩ সালে)
০ গুগল মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিনে নেয় ~ ১৭ অাগস্ট ২০০৭ সালে।
০ গুগল প্লাস ~ সামাজিক নেটওয়ার্কিং সেবা (২৮ জুন ২০১১)
০ Google Buzz ~ সামাজিক যোগাযোগ সেবা (৯ ফেব্রুয়ারী ২০১০)
০ Google Chrome ~ ওয়েব বাউজার
০ Google docx ~ অফিস সুইট।
০ Gmail ~ ইমেইল সেবা (১১ মার্চ ২০০৪)
০ গুগল টক ~ ইনস্ট্যান্ট ম্যাসেজিং এপ্লিকেশন।
০ Picaso ~ ছবি সংগঠিত এবং সম্পাদন করার সফটওয়্যার।
০ Google News ~ সংবাদ সেবা (২০০২)
০ Google e-book ~ ইন্টারনেট বইয়ের সেবা (২০১০)
০ মাইক্রোসফট কর্পোরেশন হলো ~ যুক্তরাষ্ট্রভিকত্তক একটি কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
০ মাইক্রেসফট প্রতিষ্ঠিত হয় ~ ৪ এপ্রিল ১৯৭৫ ।
০ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ~ বিল গেটস ও পল অ্যালেন।
০ মাইক্রোসফট কর্পোরশনের প্রধান কার্যালয় ~ রেডমন্ড, ওয়াশিংটন।
০ মাইক্রোসফটের জনপ্রিয় সফটওয়্যার ~ মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ও মাইক্রোসফট অফিস।
০ ডেভেলপারদের জনপ্রিয় সফটওয়ার হলো ~ মাইক্রেসফট ভিজুয়াল স্টুডিও এবং মাইক্রেসফট এসকিউএল সার্ভার।
০ মাইক্রোসফটের পরিসেবা হলো ~ Microsoft MSNBC Cable Television Network, MSN Internet Portal, Bing
০ মাইক্রোসফট কম্পিউটার হার্ডওয়্যার হলো ~ মাইক্রোসফট মাউস।
০ মাইক্রোসফটের কম্পিউটার হলো ~ এক্সবক্স এমবক্স ৩৬০
০ মাইক্রোসফটের মিডিয়া রুম ~ সেট টপ বক্স।
০ বর্তমানে মাইক্রোসফটের প্রধান ব্যক্তি ~ জন ডাব্লিউ থমসন (চেয়ারম্যান)
০ অাইবিএম এর পূর্ণরূপ ~ International Business Machines Corporation
০ অাইবিএম এর প্রতিষ্ঠাতা ~ থমাস জন ওয়াটসন।
০ অাইবিএম এর সদর দপ্তর ~ অারর্মনক, নিউইয়র্ক।
০ অাইবিএম ব্যাবসা শুরু করে ১৯৫৪ সালে ~ IBM-701 কম্পিউটার এর মাধ্যমে।
০ যুক্তরাষ্টের বৃহত্তম নির্মাতা প্রতিষ্ঠান ~ অাইবিএম।
০ আইবিএম প্রতিষ্ঠিত হয় ~ ১৬ জুন ১৯১১।
০ অাইবিএম ক্ম্পোনির প্রতিষ্ঠাকালীন নাম ছিল ~ Computing Tabulating Recording Company
০ CTR গঠিত হয় ~ তিনটি কোম্পানি নিয়ে।
০ CTR এর নাম পরিবর্তন করে IBM রাখা হয় ~ ১৯২৪ সালে।
০ IBMNM হলো ~ IBM Network Management
০ অ্যাপল হলো ~ একটি মার্কিন কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান।
০ অ্যাপল প্রতিষ্ঠানটির প্রাথমিক নাম ছিল ~ অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেশন।
০ অ্যাপোল হলো ~ একটি পার্সোনাল কম্পিউটার।
০ অ্যাপলের প্রতিষ্ঠাতা ~ স্টিভ জব, ওজনিয়াক ও রোনান্ড ওয়েন মিলে।
০ অ্যাপল কম্পিউটার বাজারে অাসে ~ ১ জলাই ১৯৭৬।
০ অ্যাপলের প্রথম কম্পিউটার হলো ~ অ্যাপল-১।
০ ইন্টেল হলো ~ মার্কিন যুক্তরাষ্টের প্রযুক্তি কোম্পানি।
০ ইন্টেল প্রতিষ্ঠিত হয় ~ ১৮ জুলাই ১৯৬৮ সালে।
০ ইন্টেলের প্রতিষ্ঠাতা ~ গর্ডন ই মুর ও রবাট নয়েচ।
০ ইন্টেল প্রথম বাণিজ্যিক প্রসেসর তৈরি করে ~ ১৯৭১ সালে।

No comments:

Post a Comment