৫ সংখ্যা তত্ত্ব কথা

  • একটি সার্থক মঙ্গল কাব্যের খন্ড ৫টি
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ৫টি.
  • বাংলা সনের ৩১দিনের মাস ৫টি.
  • আন্তর্জাতিক শিক্ষক দিবস ৫অক্টোবর.
  • বিশ্ব পরিবেশ দিবস ৫জুন.
  • ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদকাল ৫বছর.
  • বাংলায় নাসিক্য বর্ণ ৫টি.
  • বাংলাদেশের সাথে ভারতের রাজ্যের সীমান্ত রয়েছে ৫টি.
  • উত্সগত ভাবে বাংলা ভাষার শব্দকে ৫ভাগে ভাগ করা যায়.
  • পৃথিবীতে মহাসাগর ৫টি.
  • অলিম্পিক গেমসের প্রতীকে বৃত্ত ৫টি.
  • জাতিসংঘ মহাসচিবের মেয়াদ ৫বছর.
  • বাংলাদেশে আদমশুমারী হয়েছে ৫বার.
  • একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে ৫ - ৬লিটার.
  • সুন্দরবন বাংলাদেশের ৫টি জেলাকে স্পর্শ করেছে.
  • নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা আছে ৫টি স্থায়ী সদস্য দেশের.
  • WB world bank গ্রুপের অঙ্গসংস্থা আছে ৫টি.
  • scandinavian দেশ ৫টি.
  • যে সর্বোচ্চ শ্রুতির সীমার উপরে মানুষ বধির হতে পারে ১০৫ ডেসিবল.
  • নেলসন ম্যান্ডেলা মারা যান ৫ডিসেম্বর ২০১৩
  • হুগো শাভেজ মারা যান ৫মার্চ ২০১৩
  • বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব ৫ জন
  • কাজী নজরুল ইসলামের ৫টি গ্রন্থ নিষিদ্ধ হয়.
  • বাংলাদেশে এভারেস্ট জয়ী ৫জন.

No comments:

Post a Comment