বিশ্বের বিভিন্ন দেশের জঙ্গী ও গেরিলা সংগঠনের নাম জেনে নিন

** ইনোসিস - সাইপ্রাস ** এলআরএ - উগান্ডা ** এম ১৯, ফার্ক -কলম্বিয়া ** হামাস, আল ফাতাহ, ফোর্স ১৭ -ফিলিস্তিন ** আইএস - সিরিয়া ** আইআরএ - আয়ারল্যান্ড ** রেড আর্মি, ওম শিংরিকিও -জাপান ** এলটিটিই - শ্রীলংকা ** তালেবান - আফগানিস্তান ** লস্কর ই তৈয়বা, হুজি, ব্ল্যাক ডিসেম্বর, তেহরিক ই তালেবান - পাকিস্তান ** আবু সায়াফ, এমএনএলএফ - ফিলিপাইন ** আরাকান আর্মি, কারেন, এলএলপি - মায়ানমার ** ইউনিটা - এঙ্গোলা ** উলফা, ইউএলএফ, শিবসেনা -ভারত ** কেএলএ - কসোভা ** আনসার দ্বীন - মালি ** হিজবুল্লাহ - লেবানন ** মাওবাদী - নেপাল ** সাইনিং পাথ, টুপাক আমারু - পেরু ** জেইএম - সুদান ** আররইউএফ - সিয়েরা লিওন * যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ -৪ বছর * কমনওয়েলথ গেমস/বিশ্বকাপ ফুটবল/বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর * এশিয়ান গেমস/ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর * অব্যয় পদ ৪ প্রকার (সমুচ্চয়ী, অনস্বয়ী, অনুসর্গ ও অনুকার বা ধ্বনাত্নক অব্যয়) * বাংলা স্বরধ্বনিতে হ্রস্বস্বর আছে ৪টি (এ,ঐ, ও, ঔ) * বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা ৪টি (দাঁড়ি, দুই দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন ও বিস্ময়সূচক চিহ্ন) * তৎসম এবং বাংলা উভয় ক্ষেত্রেই অভিন্ন উপসর্গ রয়েছে -৪টি (সু, বি, নি, আ) * মানুষের হৃদপিন্ড- ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট ( ডান ও বামঅলিন্দ এবং বাম নিলয়) * পানির ঘণত্ব সবচেয়ে বেশি- ৪ ডিগ্রি সে. তাপমাত্রায় * বায়ুমন্ডলের স্তর – ৪টি (ট্রপোমন্ডল, স্ট্রাটোমন্ডল,মেসোমন্ডল ও তাপমন্ডল) * DNA গঠিত হয় -৪টি উপাদান দিয়ে ( এডিনিন, গুয়ানিন, থায়ামিন ও সাইটোসিন)

No comments:

Post a Comment