আওয়ামীলীগ কে ১ম বার পূর্নবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।বিনিময়ে ১৭দিনের মধ্যে তিনি শহীদ হলেন।

 আওয়ামীলীগ কে ১ম বার পূর্নবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।বিনিময়ে ১৭দিনের মধ্যে তিনি শহীদ হলেন।

২য় বার পূর্নবাসন করছে জাতীয় পার্টি। বিনিময়ে জাতীয় পার্টি আজ বিলুপ্তির পথে।
৩য় বার পূর্নবাসন করল জামায়াত ইসলাম।বিনিময়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসী।
৪র্থ বার ওয়ান ইলেভেনের সময় আওয়ামীলীগকে পূর্নবাসন করেছিল বাংলাদেশ সেনাবাহিনী।যার বিনিময়ে ৫৭ জন চৌকস সেনা অফিসারকে অকালে অপঘাতে মৃত্যুর কাঁফন পড়তে হয়েছে।
৫ম বার কেউ আওয়ামীলীগ কে পূর্নবাসনের দুঃসাহস দেখাবেন না।
বিষয়টি সকল রাজনৈতিক দলকে গভীর ভাবে উপলব্ধি করে সঠিক নির্ভুল বাস্তবসম্মত উপস্থাপন করে জাতীকে সতর্ক করতে হবে- ড.কর্ণেল (অব:) অলি আহমেদ বীর বিক্রম।।